পালি ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য আলোচনা কর।

admin

পালি ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য আলোচনা কর-

ভূমিকা: ভাষা মানবজাতির মতই প্রাচীন।বর্তমানেপৃথিবীতে কয়েকশত ভাষা বিদ্যমান। ভাষাতাত্বিক বিশ্লেষনের সুবিধার্থে পাক-ভারতীয়আর্যভাষাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা:-প্রাচীন ভারতীয় আর্যভাষা,মধ্য ভারতীয়আর্যভাষা ও নব্য ভারতীয় আর্যভাষা।


মধ্য ভারতীয় আর্যভাষার অন্তর্ভুক্ত দুটি ভাষাহলো পালি ও সংস্কৃত। এই দুটি ভাষা অত্যন্ত সমৃদ্ধশালী ভাষা। প্রাচীন ভারতে পালি ওসংস্কৃত উভয়ই দেবভাষা হিসেবে সাধারন মানুষের নিকট মর্যাদা লাভ করেছিল। এ দুটিভাষার মধ্যে কিছু সাদৃশ্য পরিলক্ষিত হলেও নিজস্ব বৈশিষ্ট্যের দ্বারা উভয়ের মধ্যেপার্থক্য রয়েছে।





পালি ভাষা:

থেরবাদী বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থত্রিপিটক যে ভাষায় রচিত তা পালি ভাষা নামে অভিহিত। এ ভাষার চর্চা ও গবেষণাসূদূরপ্রসারী। পালি শব্দের অর্থ পঙক্তি পালন করা,রক্ষা করা,তন্ত্র,বীথি বা শ্রেনীপ্রভৃতি বলে পন্ডিগণ মতামত প্রকাশ করেছেন।


সুতরাং সেই অনুযায়ী বলা যায়, যে ভাষায় বৌদ্ধ ত্রিপিটক বা বুদ্ধ বানী সমূহ পালন, রক্ষা ও সংরক্ষন করা হয়েছে সেই ভাষাটিই পালি ভাষা।পালি মধ্য ভারতীয় আর্যভাষার তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগ।এ ভাষাটি শ্রীলঙ্কা,বার্মা,কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশে এখনও একটিজীবন্ত ভাষা।


সংস্কৃত ভাষা:

যে ভাষা প্রাচীন ভারতে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উদ্দেশ্যে ধর্মীয় শাস্ত্র রচনায় পরিমার্জিত ও সংস্কারকৃত ভাষা হিসেবে ব্যবহৃত হয় তা সংস্কৃত ভাষা হিসেবে পরিচিত।সংস্কৃত ক্রিয়া বিশেষনে সংস্কৃত শব্দের আক্ষরিক অর্থ সংযুক্ত করা। এটি সংস্কার ধাতু হতে উৎসারিত যার অর্থ সংযুক্ত করা,রচনা করা,ব্যবস্থাপনা করা ও প্রস্তুত করা।


সংস্কৃত ভাষাটি মূলত প্রাকৃত (প্রাকৃতিক শিল্পগুণ বর্জিত স্বাভাবিক ও সাধারন ভাষা) ভাষার সংস্কা কৃত রুপ বলে এর নাম সংস্কৃত ভাষা হয়েছে। এটি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইরানীয় উপশাখার একটি ভাষা।


পালি ও সংস্কৃতের মধ্যে পার্থক্য:

এ দুটি ভাষার সাদৃশ্য ও বৈশাদৃশ্য উভয়ই বিদ্যমান।নিচে এদের বৈশাদৃশ্য বা পার্থক্য দেয়া হলো-


পালি

সংস্কৃত

থেরবাদী বৌদ্ধদের ধর্মগ্রন্থ ব্যবহৃত ভাষা পালি

সনাতন ধর্মালম্বীদের ধর্মগ্রন্থে ব্যবহৃত ভাষা হচ্ছে ভাষা।

পালি ভাষা সরল ও মধুর।

সংস্কৃত ভাষা জটিল ও আড়ম্বরপূর্ণ।

পালি ভাষা সহজে উচ্চারিত হয়।

সংস্কৃতের উচ্চারন অপেক্ষাকৃত জটিল।

পালি ভাষা স্বরবহুল।

সংস্কৃত ভাষা ব্যঞ্জনবহুল।

পালি ভাষা সহজে উচ্চারিত হয়।

সংস্কৃতে যুক্ত ব্যঞ্জনের সংখ্যা অত্যধিক।

পালিতে যুক্ত ব্যঞ্জনের সংখ্যা অতি অল্প।

সংস্কৃত প্রধানত সাহিত্যের ভাষা।

পালি প্রধানত কথিত ভাষা।

সংস্কৃত ব্যাকরন প্রধান।

পালি সাহিত্য প্রধান।

সংস্কৃতে ব্যাকরন অপরিহার্য ।

পালি ব্যাকরনের নিয়মের অধীন ছিল না।

সংস্কৃতে তিন অক্ষর সংযুক্ত বর্ণের ব্যবহার দেখা যায়।

পালিতে তিন অক্ষর সংযুক্ত বর্ণের ব্যবহার নেই।

 

পালিতে বচন দুইট্‌

সংস্কৃতে বচন তিনটি।

পালিতে আটটি গণ।

সংস্কৃতে দশটি গণ

পালি ভাষাকে প্রবাহমান স্রোতাস্বিনীর সাথে

সংস্কৃতকে বিশাল এক সমুদ্রের সাথে তুলনা করা তুলনা করা যায়।

 

উপসংহার: উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে পালি ও সংস্কৃত উভয়ই প্রাচীন এবং সমৃদ্ধশালী ভাষা। এই দুই ভাষার মৌলিক পার্থক্য পরিলক্ষিত হয় শব্দতাত্বিক ও ভাষাতাত্বিক বিশ্লেষনে।তবে এদের মধ্যে বৈশাদৃশ্য বিদ্যমান থাকলেও এদের উৎপত্তির উৎস এক।পালি এবং সংস্কৃত উভয়ই এদের উৎপত্তির জন্য বৈদিক ভাষার নিকট ঋনী।

 


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!